আন্তর্জাতিক : শিক্ষাক্ষেত্রে নতুন এক উদ্যোগ নিয়েছে ভারতের কেরালা রাজ্য। এখন থেকে রাজ্যের স্কুলগুলোতে স্যার-ম্যাডাম ডাকা নিষেধ। তারা পরিচিত হবেন শিক্ষক হিসেবে। লিঙ্গবৈষম্য ঘোচাতে এমন উদ্যোগ জানায় রাজ্যসরকার। খবর হিন্দুস্তান টাইমসের।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কেরালার শিশু সুরক্ষা অধিকার কমিশন স্কুল থেকেই শিশুদের মধ্যে লিঙ্গসমতা গড়ে তুলতে এমন নির্দেশনা জারি করেছে। ইতোমধ্যে রাজ্যের শিক্ষা দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছে কমিশন।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতে বহুদিন ধরেই লিঙ্গবৈষম্য ঘোচানোর চেষ্টা করা হচ্ছে। এ সমস্যা দূর করতে ছোট থেকেই শিশুদের মধ্যে লিঙ্গসমতা গড়ে তুলতে হবে।
শিক্ষাক্ষেত্রে অভাবনীয সাফল্য দেখিয়ে চলেছে ভারতের কেরালা। রাজ্যের শিক্ষার হার বরাবরই ওপরে। এটি ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য হিসেবেও পরিচিত। এবার তারাই লিঙ্গসমতার উদ্যোগ নিয়ে দেখিয়ে দিল এমন সিদ্ধান্ত কতটা প্রয়োজনীয়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon