আন্তর্জাতিক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি’র বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে আবারও ছড়িয়েছে উত্তেজনা। রাজধানী দিল্লিতে আটক করা হয়েছে অন্তত ২৪ জন ছাত্রকে। খবর এপির।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রটি দেখানোর চেষ্টা করে বামপন্থিসহ বিরোধী বেশ কয়েকটি সংগঠন। কট্টরপন্থি কয়েকটি সংগঠন আবার প্রদর্শন বন্ধের দাবি জানিয়ে একই স্থানে বিক্ষোভ করে। ছড়ায় সংঘর্ষ। পুলিশ গিয়ে সরিয়ে দিতে চায় ছাত্রদের। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তথ্যচিত্র প্রদর্শনের কোনো অনুমতি নেয়া হয়নি। এছাড়া বড় ধরনের জমায়েতের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও ছিল স্থানীয় প্রশাসনের তরফ থেকে। ছাত্রদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ডকুমেন্টারি প্রদর্শনের পরিকল্পনা ছিল তাদের। তবে শুরু থেকেই মারমুখী ছিল নিরাপত্তা বাহিনী। দু’দিন আগে একই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ায় দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে।
২০০২ সালের গুজরাটের দাঙ্গা ও সাম্প্রতিক কিছু সাম্প্রদায়িক সহিংসতায় মোদির ভূমিকা উল্লেখ করা হয় দুই পর্বের প্রতিবেদনে। যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে মোদি সরকার। পরে ইউটিউব ও টুইটার থেকে ভিডিও সরিয়ে নেয়া হয়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon