অনলাইন ডেস্ক: বিএনপির পূর্বঘোষিত গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা: জাহিদ হোসেন বলেন, বিএনপির গণমিছিল হবে শান্তিপূর্ণ। আগামীকাল দুপুর ২টায় নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিলটি নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।
ঢাকাবাসীকে গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে ডা: জাহিদ বলেন, গণমিছিল করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এজন্যই বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে ডিএমপি কার্যালয়ে গিয়েছিল। ডিএমপি বিএনপির গণমিছিলে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের ভারপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon