আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরও নেতিবাচক হবে বলে দেশটির অধিকাংশ নাগরিকরা আশঙ্কা করছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) মার্কিন গ্যালাপ কোম্পানির এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ নাগরিক মনে করেন ২০২৩ সাল দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য জটিল হবে। এ ছাড়া ৮১ শতাংশ মানুষ কর বৃদ্ধি, ৬৫ শতাংশ মানুষ দ্রুত মুদ্রাস্ফীতি এবং ৫০ শতাংশ মানুষ বেকারত্বের আশঙ্কা করছেন।
জরিপে অংশ নেয়া ব্যক্তিরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে।
বিশ্লেষণে বলা হয়েছে, কিছু অর্থনীতিবিদ মনে করেন, সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাবে এবং ২০২৩ সালে মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দেবে।a
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon