আন্তর্জাতিক : দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তির বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিদেশে অর্থপাচার সংক্রান্ত এক রিটে এই সম্পূরক আবেদন বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। এরপর হাইকোর্ট বিষয়টি শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।
আইনজীবী সুবীর নন্দী দাস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশীর হাজার প্রপার্টি’ শিরোনামে দৈনিক বনিকবার্তা পত্রিকায় গত ১০ জানুয়ারী একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনটি সংযুক্ত করে ওই ৪৫৯ বাংলাদেশি এবং তাদের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করি। আদালত আবেদনটি গ্রহণ করে রোববার শুনানির দিন ধার্য করেন। এই আবেদনে দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর, সিআইডিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।’
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon