আন্তর্জাতিক : প্রায় ৪০ জন, যাদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন।
সম্প্রতি ইউক্রেনজুড়ে নতুন করে ব্যাপক মিসাইল হামলা চালায় রাশিয়া। সবচেয়ে বড় হামলাটি চালানো হয় দেশটির পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে। সেখানকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
স্থানীয় সরকার জানায়, হামলার ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ জানান, হামলার পর সেখানে কাউকে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
কেএইচ-টোয়েন্টি টু ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া এই হামলা চালায় বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।
ইউক্রেন সরকারের দাবি, ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা।
যদিও দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আবাসিক ভবন ধ্বংস ও বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় রাশিয়া দায়ী নয় বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ভুলবশত সেখানে হামলা চালিয়ে থাকতে পারে জানিয়েছে তারা।
গত শনিবার দিনিপ্রো ছাড়াও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে রাজধানী কিয়েভ, খারকিভ, ওডেসা ও আরও বেশ কয়েকটি শহরে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশির ভাগ এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন।
এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় যুক্তরাজ্যের প্রশংসা করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে শিগগির আরও ভারী অস্ত্র পাবে বলে আশা তার। যুদ্ধ এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে এবং এ সময় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা জরুরি বলে মন্তব্য করেন স্টলটেনবার্গ।
যুদ্ধ শুরুর পর থেকে ট্যাঙ্কসহ ভারী অস্ত্রের জন্য চাপ দিচ্ছিল কিয়েভ। কিন্তু ভারী অস্ত্র সরবরাহ করা হলে, রাশিয়াকে উস্কানি দেওয়া হতে পারে, এমন যুক্তি দেখিয়ে সরবরাহ থেকে বিরত ছিল পশ্চিমা দেশগুলো।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon