আন্তর্জাতিক : আরব বসন্তের এক যুগ পূর্তিতে তিউনিসিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়ে প্রেসিডেন্ট কায়েস সাঈদের পদত্যাগ দাবি করে।
১২ বছর আগে তিউনিসিয়ায়ই আরব বসন্তের ঢেউ উঠে। সেই বিপ্লবের মূল কেন্দ্র রাজধানী তিউনিসের অ্যাভিনিউ হাবিব বোরগুইবায় শনিবার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। তারা পতাকা নেড়ে ‘সরকার পতনের দাবি’তে স্লোগান দেয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের বাইরে সড়কে জলকামানসহ পুলিশ মোতায়েন ছিল।
বিক্ষোভকারীরা পুলিশ ও ব্যারিকেড ঠেলে অ্যাভিনিউতে যাওয়ার চেষ্টা করছিল। বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনগুলো ভিন্ন ভিন্নভাবে বিক্ষোভের ডাক দিয়েছিল।
সূত্র : আল-জাজিরা
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon