আন্তর্জাতিক : নিউ জিল্যান্ডে দেখা দিয়েছে ডিম সংকট। যে কারণে দেশটির বাসিন্দারা ঝুঁকছেন মুরগি পালনে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত বছর বিশ্বজুড়ে ডিমের দাম বেড়েছে। কারণ এভিয়ান ফ্লু মুরগির পালনকে ধ্বংস করেছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পশুখাদ্যের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে মুরগির ডিমে।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে নিউ জিল্যান্ডে দেখা দিয়েছে ডিম সংকট। বাজারে ডিম নেই। সুপার শপ কিংবা দোকান সবখানেই ঝুড়ি খালি। কিছু থাকলেও দাম অনেক বেশি। দেশটির বাসিন্দারা তাই ডিম পেতে বাড়িতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন।
সিএনএন জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নিউ জিল্যান্ডের মানুষের খাদ্য তালিকায় ডিমের ব্যবহার বেশি। দেশটিতে মুরগি পালনের নিয়মে কিছু পরিবর্তন আনায় ডিমের সরবরাহ কমেছে। এই ঘাটতিতে দেশের বেকার জনগোষ্ঠী বড় বিপাকে পড়েছেন।
এই পরিস্থিতিতে তাদের পরিকল্পনা হল বাড়িতে মুরগি পালন করা; আর এজন্য দ্বিগুণ দাম দিয়ে হলেও অনলাইনে মুরগি কিনছেন তারা।নিলাম ওয়েবসাইট ট্রেড মিতে গত মঙ্গলবার মুরগির বাচ্চা এবং পালনের সামগ্রীর চাহিদা আগের মাসের চেয়ে ১৯০ শতাংশ বেশি দেখা গেছে।
কোম্পানির মুখপাত্র মিলি সিলভাস্টর বলেন, জানুয়ারির শুরু থেকে আমরা দেখেছি, ৬৫ হাজারের বেশি মানুষ মুরগির বাচ্চা, মুরগির মাংসসহ এ সংক্রান্ত পণ্য খুঁজেছেন।
ক্রাইস্টচার্চের বাসিন্দা রোন টিল সিএনএনকে বলেন, সব মানুষ এখন বাড়ির জন্য মুরগি কিনতে চাইছেন, কারণ তারা ডিম কিনতে পারছেন না।
রোন টিল জানান, তার বোন ট্রেড মিতে মুরগির বাচ্চা বিক্রি করেছেন এবং দাম পেয়েছেন আগের চেয়ে দ্বিগুণ।
দেশটির ডিম উৎপাদনকারীরা বলছেন, বাজারের চাহিদা মেটাতে তাদের কয়েক হাজার মুরগির অভাব রয়েছে। ডিম সংকট কাটতে কয়েক মাস সময় লাগতে পারে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon