খুলনায় ট্রাকের চাপায় মুসাব্বির হোসেন (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি খালিশপুর জোনের পুলিশের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।
সোমবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার( ট্রাফিক) মনিরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত মোসাব্বির দৌলতপুরস্থ যশোর সড়ক দিয়ে ফায়ারিং প্রশিক্ষণে যাচ্ছিলেন। এসময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্দার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon