আন্তর্জাতিক : দখলকৃত জেরুসালেমের একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় সাতজন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েলের মিত্ররা নিন্দা জানিয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শুক্রবার সন্ধ্যার এ হামলার নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনিক ব্রিফিং শুরু হয়, জেরুসালেমে হামলার বিষয়ে বক্তব্য দিয়ে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, ‘খুবই ভয়ানক, যারা এই হামলায় নিহত হয়েছেন আমরা তাদের জন্য প্রার্থনা করি, আমরা শোকাহত। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।’ এ ছাড়া হোয়াইট হাউস এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকেও আলাদাভাবে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘জেরুসালেমের একটি সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনির সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
যুক্তরাজ্য, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), পোল্যান্ড, জার্মানি, সুইডেন, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, নর্থ মেসিডোনিয়া, স্লোভেনিয়া, চেক রিপাবলিক, ইতালি ও জাপানও এ হামলার নিন্দা জানিয়েছে।
পশ্চিমতীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের নামে পরিচালিত হামলায় ১০ ফিলিস্তিনি নিহতের ঘটনার পরদিনই জেরুসালেমে এ হামলা চালানো হলো। সিনাগগ প্রাঙ্গণে হামলায় সাতজন নিহত হয়।
অন্যদিকে এ হামলার খবর শুনে ফিলিস্তিনিরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে। পশ্চিমতীর, রামাল্লা, নাবলুস, জেনিন ও পূর্ব জেরুসালেমের বিভিন্ন জায়গায় ফিলিস্তিনি আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করে।
গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসসাম রয়টার্সকে বলেন, ‘জেনিনে ইসরায়েলের দখলদারিত্ব ও অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব এই হামলা।’ তবে তিনি সরাসরি এ হামলার দায় স্বীকার করেননি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদও এ হামলার প্রশংসা করেছে কিন্তু দায় স্বীকার করেনি। সূত্র: টাইমস অব ইসরায়েল
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon