আন্তর্জাতিক : জাপানের পশ্চিমাঞ্চলের কোবে শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার পর জরুরি নম্বরে কল করে দমকল বিভাগকে জানানো হয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
কোবে দমকল বিভাগের মাসাতোশি সুমিতানি বলেন, অগ্নিকাণ্ডে আহত চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon