আন্তর্জাতিক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, দেশটির ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় জাপানকে জরুরি পদক্ষেপ নিতে হবে। বুড়োদের সমাজে পরিণত হতে যাওয়া দেশে এই পদক্ষেপ নিতে হবে ‘হয় এখনই নয়তো কখনোই নয়’-নীতির ভিত্তিতে।
সোমবার (২৩ জানুয়ারি) জাপানের পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, জাপানে ২০২১ সালে রেকর্ড কম জন্মহার দেখা গেছে। সাম্প্রতিক তথ্য বলছে, বর্তমানে দেশটিতে স্বাভাবিকভাবেই জনসংখ্যা হ্রাসের হার সবচেয়ে বেশি।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon