ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আদিত্যপুর গ্রামের টিটু দাস।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি তার মনোনয়নের কথা জানানো হয়েছে।
টিটু দীর্ঘদিন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। দলের প্রতি তার আনুগত্য ও কর্মতৎপরতার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, টিটু দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ক্ষিতিশ দাসের ছেলে। টিটুর পুরো পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।এ ব্যাপারে ছাত্রলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্য টিটু দাস বলেন, ‘পারিবারিকভাবেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাস অন্তরে লালন করি। আমাকে যথাযথ মূল্যায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। রাজনীতিতে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অনুসারী টিটু।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon