আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা কাটছেই না। বুধবার (৪ জানুয়ারি) স্পিকার নির্বাচনের ষষ্ঠ দফার ভোটেও নিজ দলের সদস্যদের বিরোধিতার কারণে লজ্জাজনকভাবে হেরে যান রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাককার্থি। খবর বিবিসির।
নানা নাটকীয়তায় ভরপুর যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ভোট। ১৯২৩ সালের পর স্পিকার নির্বাচন নিয়ে এবারই প্রথম এত জল্পনা। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ভোটাভুটির আয়োজন করা হয়। ষষ্ঠ দফার ভোটেও লজ্জাজনকভাবে হেরে যান রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি।
স্পিকার নির্বাচিত হতে ২১৮ ভোটের প্রয়োজন হলেও নিজ দলের সদস্যদের বিরোধিতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন তিনি। এদিন আর কোনো ভোটাভুটি না করার আহ্বান জানান কেভিন ম্যাককার্থি। পরে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৃহস্পতিবার (৫ জানুযারি) পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার তৃতীয়বারের মতো ভোটাভুটি হলেও স্পিকার নির্বাচনের প্রয়োজনীয় সদস্যদের সমর্থন পেতে ব্যর্থ হন ম্যাকার্থি। পান ২০২ ভোট। ম্যাককার্থি মার্কিন স্পিকার পদে যোগ্য নয় উল্লেখ করে তাকে সমর্থন দেয়া থেকে বিরত থাকেন নিজ দলেন অন্তত ২০ জন সদস্য।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon