আন্তর্জাতিক : হওয়া এই মহড়া চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ১১ দিনের এই মহড়ায় জাপানের আটটি ও ভারতের চারটি যুদ্ধবিমান অংশ নিচ্ছে।
এ ছাড়া থাকবে দুইটি রসদ পরিবহন উড়োজাহাজ ও একটি জ্বালানি ট্যাঙ্কার। জাপানের প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর দেড়শ সদস্য এতে অংশ নিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান হুমকির জেরে এই মহড়া।
২০১৯ সালে ভারত ও জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার মাধ্যমে দুই দেশ এই মহড়া আয়োজন নিয়ে একমত হয়। কিন্তু করোনার কারণে তা বিলম্বিত হয়।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক ও অর্থনৈতিক উত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ক্রমশ বাড়ছে। চীনের উত্থান ঠেকাতে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে দেশটি কোয়াড নামের একটি নিরাপত্তা জোট গঠন করেছে। জোটটির দুই সদস্যের এই যৌথ নৌ-মহড়া চীনের বিশেষ মনোযোগ আকর্ষণ করবে। কিন্তু সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই মহড়া নিয়ে চীন সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon