সাংবাদিক হেনস্তা, আবাসিক হলে ভাঙচুর ও ছাত্রী হলে মারামারিসহ ছয় ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ১৭ নেতাকর্মীসহ ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে দুবছরের জন্য বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হোসাইন ভূঁইয়া সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৫ ও ৬ জানুয়ারি পর পর দুদিন মারামারির ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছিল ১১ জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরও আহত হয়েছিলেন। এ দুই দিনের ঘটনায় মারামারিতে জড়িত ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় বহিষ্কার করা হয়, ফিন্যান্স বিভাগ স্নাতকোত্তরের আমিরুল হক চৌধুরী, ইতিহাস বিভাগ স্নাতকোত্তরের ইকরামুল হক ও দর্শন বিভাগ একই শ্রেণি ও বর্ষের নয়ন দেবনাথ এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের সাখাওয়াত হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মাহমুদুল হাসান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ ফাহিম।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon