দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৯ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে দাম বাড়ানো হয়। সেই সঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বিদ্যুৎসচিব হাবিবুর রহমান সময় সংবাদকে বলেন, ‘আজকের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে। প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আমি এটুকু জানি।’
গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সে গণশুনানিতে অংশ নিয়েছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও নেসকো। তারা তখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক শূন্য ৮ থেকে ২৭ দশমিক ৪৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের পক্ষে নানা যৌক্তিকতা তুলে ধরে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon