অনলােইন ডেস্ক : দেশে আর কাউকে রক্তপাত সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেটি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
বিএনপি ক্ষমতায় থাকার সময় দেখানোর মতো কোনো মেগা প্রকল্প করেনি বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার ছাড়া বিএনপির কিছু নেই। বিএনপি দুর্নীতি ও ভোটচুরি করেছে অভিযোগ করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের আর ভোট দেবে না মানুষ।
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তারা বলেন, রাষ্ট্র মেরামত করবেন। বিএনপি এ রাষ্ট্রকে ধ্বংস করেছে। এ রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এ রাষ্ট্রের স্বাধীনতার আদর্শকে ধ্বংস করেছে। রাষ্ট্রের অর্থপাচার করেছে বিএনপি। এ ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র মেরামত করবে? এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না।’
শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হবেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনও ধরনের সহিংসতায় জড়াবো না। তবে আঘাত করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।’
নির্বাচনকে ফাইনাল খেলা উল্লেখ করে বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon