আন্তর্জাতিক : সেনাবাহিনীতে থাকাকালীন ২৫ তালেবান যোদ্ধাকে হত্যার বিষয়টি ভয়ংকর মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি। তার বক্তব্যকে গণমাধ্যমে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন তিনি। বুধবার (১১ জানুয়ারি) ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ নিয়ে আলোচনা থামছেই না। বইটি প্রকাশের আগে ব্রিটিশ রাজপরিবার, তার ব্যক্তিগত বিষয়ে বেশকিছু অজানা তথ্য সামনে নিয়ে আসেন। হ্যারি সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় ২৫ তালেবান যোদ্ধাকে হত্যার খবরও বেরিয়ে আসে। এ তথ্য প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম হয়। দাবার গুটির মতো হ্যারি তালেবান যোদ্ধাদের হত্যা করেছিলেন বলেও সমালোচনা করেন অনেকে।
এসব মন্তব্যের জেরে এবার মুখ খুলেছেন প্রিন্স হ্যারি। ২৫ তালেবান যোদ্ধাকে হত্যার বিষয়টি গণমাধ্যমে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ঘটনার মূল প্রেক্ষাপট না জেনেই এটি গণমাধ্যমে তুলে ধরা হয়েছে উল্লেখ করে হ্যারি বলেন, ভুলভাবে উপস্থাপন তার পরিবারের জন্যও বিপদ ডেকে এনেছে। প্রিন্স হ্যারি আফগানিস্তানে সেনাবাহিনীতে কাজ করার সময় বরং সেনাদের মাঝে আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন।
মার্কিন চ্যাট শো ‘দ্য লেট শো’ এর সঞ্চালক স্টিফেন কোলবার্টের সঙ্গে কথা বলার সময় হ্যারি বলেন, কোনো সন্দেহ নেই তারা (মিডিয়া) সবচেয়ে বিপজ্জনক যে মিথ্যাটি বলেছে, তা হলো, আফগানিস্তানে কতজনকে হত্যা করেছি তা নিয়ে আমি অহঙ্কার করেছি। তিনি অভিযোগ করে বলেন, সংবাদমাধ্যমে তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে।
হ্যারি বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, সৎ থাকা উচিত। এটা অন্যদেরকেও তাদের অভিজ্ঞতা নিঃসংকোচে প্রকাশে উৎসাহিত করবে।’
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon