অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে চলমান টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার সুবাদে একাধিক রেকর্ড গড়েছেন বাবর আজম।
পাকিস্তানের এই অধিনায়ক করাচিতে প্রথম ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন; কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে বেশ কিছু রেকর্ড গড়ে ভাইরাস ফ্লুতে আক্রান্ত হয়েছেন পাকিস্তানেরে এই অধিনায়ক। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
সোমবার করাচি টেস্টের প্রথম দিনে ১৬১ রান করে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে নেমে আর কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন বাবর।
এ সেঞ্চুরির সুবাদে ভারতীয় চার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও শেখর ধাওয়ানকে ছাড়িয়ে যান বাবর আজম।
সবশেষ তিন বছরে সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন বাবর আজম। গত তিন বছরে ১৩টি সেঞ্চুরি হাঁকিয়ে সবার ওপরে আছেন বাবর।
১২টি করে সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, দুই তারকা ওপেনার লোকেশ রাহুল ও শেখর ধাওয়ান।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon