আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে কারেন বিদ্রোহীদের হাতে ২০২২ সালে প্রায় ৮০০ জান্তা সৈন্য নিহত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) দেশটির কায়াহ এবং শান রাজ্যে সংঘটিত সংঘর্ষে এসব জান্তা সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, কেএনডিএফ, কারেনি আর্মি, কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টির সশস্ত্র শাখাসহ বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন কায়াহ এবং শান রাজ্যে জান্তা বাহিনীর মোকাবিলা করছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী মিয়ানমারে ক্ষমতা দখল করলে সেবছরের মে থেকে জান্তা বাহিনীকে মোকাবিলা শুরু করে এসব গোষ্ঠী।
মূলত সে সময় মিয়ানমারজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে সরকার খড়গহস্ত হলে শুরু হয় সশস্ত্র প্রতিরোধ। সেই ধাক্কা লাগে শান রাজ্যেও। সেই থেকে জান্তা বাহিনীর মোকাবিলা করে আসছে বিদ্রোহী সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ২০২২ সালেও অব্যাহত থাকে সংঘর্ষ।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon