ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নিউজিল্যান্ডের ওকল্যান্ড। পানিতে ডুবে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জারি রয়েছে জরুরি অবস্থা। খবর রয়টার্সের।
নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। কর্তৃপক্ষ জানায়, টানা দু’দিন যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গ্রীষ্মকালীন স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৭৫ শতাংশ বেশি। দেশটির প্রতিরক্ষা বাহিনী উদ্ধার কাজ ও জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপনে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার ঘরবাড়ি-স্থাপনা। এরমধ্যেই বহু বাসিন্দাকে সরানো হয়েছে আশ্রয়কেন্দ্রে।
অকল্যান্ডে বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট। জনগনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধদফতর।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon