আন্তর্জাতিক : ইউক্রেনকে লোপার্ড ট্যাঙ্ক সহায়তা দেয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ন্যাটো জোট। তাই এখনই বহুল কাঙ্ক্ষিত লোপার্ড ট্যাঙ্ক পাচ্ছে না ইউক্রেন।
শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি র্যামস্টেইনে অনুষ্ঠিত ন্যাটোর বৈঠকে জোটটির কর্মকর্তাসহ ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ন্যাটোর ইউরোপীয় দেশগুলোর নেতারা জার্মানিকে বারবার লোপার্ড-২ ট্যাঙ্ক সরবরাহের জন্য চাপ দেয়। তবে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন তারা। ইউক্রেনকে সহায়তা দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়া জোটটির মধ্যকার ক্রমবর্ধমান অনৈক্য স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে।
মূলত জার্মানির অবস্থানের কারণেই এই সিরিজের ট্যাঙ্ক সরবরাহ করার বিষয়টি আটকে রয়েছে। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ‘কেবল জার্মানিই দায়ী’-এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বার্লিন কাজ করে যাচ্ছে যাতে দ্রুত এই বিষয়ে জোটের সদস্যদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো যায়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon