অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষমতাধর জেনারেল প্যাক ঝোং ছুনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। প্যাক ঝোং ছুন দেশটির মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন।
শিন গ্যাংকে গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। শিন গ্যাং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ব্লিঙ্কেন লিখেছেন, তারা টেলিফোনে আলাপকালে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে সরাসরি যোগাযোগ এবং উভয় দেশের উন্মুক্ত প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: বছরের প্রথম দিনে ওয়াশিংটন-বেইজিং সংলাপের আহ্বান ওয়াং ইর
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই শীর্ষ কূটনীতিকের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সোমবার (২ জানুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টেলিফোনে আলাপকালে গ্যাং ব্লিঙ্কেনকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি সিনো-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে ঘনিষ্ঠ হয়ে কাজ করার প্রতিও গুরুত্বারোপ করেন।
এর আগে, বছরের প্রথম দিনে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ এবং স্নায়ুযুদ্ধকালীন ভুল এড়াতে সংলাপের আহ্বান জানান চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা কমিউনিস্ট পার্টির নিজস্ব জার্নাল সিকিং ট্রুথে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ আহ্বান জানান।
উল্লেখ্য, চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য হিসেবে মনোনীত করা হয় ২০২২ সালে অক্টোবরে অনুষ্ঠিত কাউন্সিলে। তাকে দায়িত্ব দেয়া হয় কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র নীতি নির্ধারণবিষয়ক কার্যালয়ের প্রধান হিসেবে। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর ওয়াং ই এই প্রথম কোনো মন্তব্য করলেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon