আন্তর্জাতিক : ইরানে আজারবাইজানের দূতাবাসে অস্ত্রধারীর হামলায় একজন নিহতের ঘটনায় উত্তেজনা বাড়ছে তেহরান ও বাকুর মধ্যে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দূতাবাসের সব কর্মকর্তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। খবর সিএনএনের।
শুক্রবার (২৭ জানুয়ারি) তেহরানে আজারবাইজানের দূতাবাসে প্রবেশ করে গুলি চালায় এক অস্ত্রধারী। ওই ঘটনায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
নিজেদের দূতাবাসে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজান। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট। দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইখান হাজিযাদা বলেন, ‘আমরা দ্রুত হামলাকারীর শাস্তি দেখতে চাই। ভিয়েনা চুক্তি অনুসারে দূতাবাসের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা অনেকবার তেহরানকে অবহিত করেছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon