ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে আঘাত হেনেছে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার এ ভূকম্পটি আঘাত হানে। তবে এর জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি।
সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই প্রায় ২০ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon