আন্তর্জাতিক : প্রত্যেক বছর বিশ্বজুড়ে শত শত অভিবাসী অভিবাসনের সময় নিখোঁজ হন। সেন্ট্রাল ভূমধ্যসাগরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে। কারণ এটি সবচেয়ে মারাত্মক পথ। নিখোঁজ প্রিয়জনের আত্মীয়রা সাহায্যের জন্য কোথায় যেতে পারেন? এই নিয়ে আজকের প্রতিবেদন।
হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যান। তাদের মধ্যে বেশিরভাগই সহিংসতা এবং যুদ্ধ থেকে পালিয়ে আসেন। ভূমধ্যসাগরের মতো বিপজ্জনক পথে জীবনের ঝুঁকি নেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মতে, বেশিরভাগ সমুদ্র পারাপার হয় ছোট নৌকায়; যা সমুদ্রে চলার উপযোগী নয়। অনেক নৌকা ডুবে যায় এবং অভিবাসীদের কারও দেহ মেলে, কেউ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান।
আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত সংস্থা আইওএমের ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’ একমাত্র ডেটাবেস যা বিশ্বব্যাপী অভিবাসী মৃত্যুর তথ্য সংগ্রহ করে। আইনি পরিস্থিতি নির্বিশেষে একটি আন্তর্জাতিক গন্তব্যে অভিবাসনের সময় মৃত্যু হওয়া ব্যক্তিদের রেকর্ড রাখে তারা। আইওএম ডেটা ইউরোপের পথে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটটিকে সবচেয়ে মারাত্মক রুট হিসাবে চিহ্নিত করেছে। ২০১৪ সাল থেকে এই পথে অন্তত ২০ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।
শুধুমাত্র ২০২২ সালে ভূমধ্যসাগরে প্রায় ২ হাজার অভিবাসীর মৃত্যু এবং নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তারা। বেশিরভাগ সময় নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করা যায় না। অনেক সময় মৃতদেহ মেলে না। পরিবারগুলো বিভ্রান্তির মধ্যে থাকে। অনুসন্ধানেও দেরি হয়ে যায়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon