ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ট্যাংক দেয়ার প্রতিশ্রুতির তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কিয়েভকে সমরাস্ত্র দিয়ে ওয়াশিংটন সীমা অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। খবর আল জাজিরার।
স্থানীয় গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেও মস্কোর পাশে থাকবে পিয়ংইয়ং। এর পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রশাসনের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের বিষয়টিরও নিন্দা জানান কিম ইয়ো জং।
সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে অত্যাধুনিক ট্যাংক দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এ ছাড়াও পশ্চিমা কয়েকটি দেশ একই পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, এসব সমরাস্ত্রে ইউক্রেনের সেনাবাহিনী শক্তিশালী হবে। একই সঙ্গে বদলে যেতে পারে যুদ্ধের গতিপ্রকৃতি। তবে বাইডেন প্রশাসনসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে ট্যাংক দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির গণমাধ্যম কেসিএনএ-কে দেয়া বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আলাদা একটি যুদ্ধ শুরু করেছে। মস্কোকে একঘরে করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে থাকলেও পিয়ংইয়ং মস্কোর পক্ষে থাকবে বলেও জানান কিম ইয়ো জং।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon