অনলাইন ডেস্ক : ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে নতুন সেনাঘাঁটি বানাচ্ছে রাশিয়া। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবিতে রাশিয়ার এ তৎপরতা চোখে পড়েছে।
শনিবার প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরটিতে নতুন করে বড় আকারের সেনা শিবির নির্মাণ করছে রাশিয়া। ধীরে ধীরে মারিউপোলে আবারও প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে রাশিয়া। খবর বিবিসির।
শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে মারিউপোল হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। এর পর প্রায় তিন মাস মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রাখেন রুশ সেনারা। তাদের অব্যাহত হামলায় শহরটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত মাসে একটি তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, রাশিয়ার হামলায় শহরের প্রায় ২৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত শহরটিতে এক হাজার ৩৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও কয়েক হাজার বেশি হতে পারে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon