বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। বড় পর্দায় খুব একটা নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা।
ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাখরি। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা অপছন্দ তার। নিউজ১৮-এর সঙ্গে আলাপকালে এমন ভাবনার কথাই জানিয়েছেন এই নায়িকা।
নার্গিস ফাখরি বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি একজন সৎ মানুষ। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ প্রশ্ন করলে কোনো সমস্যা দেখি না। কিন্তু তারা কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে এই বিষয়টি বেশি প্রধান্য দেয়। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে বিব্রত বা লজ্জাবোধ করি না। সত্যি বলতে, আমি কাজকে বেশি প্রাধান্য দিই। তবে কিছু মানুষ আছেন, যারা প্রেমের সম্পর্কের বিষয়ে কথা বলতে চান না। এটাও ঠিক আছে। কারণ তাদের প্রাইভেসিকেও সম্মান করতে হবে।’
অভিনয়শিল্পীদের প্রাইভেসি লঙ্ঘনের জন্য ইন্টারনেটকে দায়ী করেন নার্গিস। তার ভাষায়— ‘ফোনও জানে আমরা কী ভাবছি। কারণ আমাদের চিন্তার বিষয়টিও জেনে যায় মুঠোফোনের কীপ্যাড। সোশ্যাল মিডিয়াও জানে আমরা কী দেখি। প্রাইভেসির সজ্ঞা পুরোপুরি বিকৃত করেছে ইন্টারনেট। আমার মনে হয়, আমরা প্রায় নগ্ন। আমি কার সঙ্গে প্রেম করছি, এটা নিয়ে মানুষ কেন চিন্তিত? এটা ভেবে মাঝে মাঝে খুব বিরক্ত হই।’
নার্গিস ফাখরি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তোরবাজ’। বর্তমানে তার হাতে রয়েছে ‘হারি হারা বীরা মাল্লু’ সিনেমার কাজ। এতে তার সহশিল্পী পবন কল্যাণ। গত ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা সংকটের কারণে তা পিছিয়ে যায়। আগামী বছরের ৩০ মার্চ এটি মুক্তির কথা রয়েছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon