আন্তর্জাতিক : আফগানিস্তানের প্রাক্তন নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। কাবুল পুলিশ জানিয়েছে, রোববার (১৫ জানুয়ারি) আততায়ীরা নবীজাদার নিজ বাড়িতে হামলা করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সরকারের একজন আইনপ্রণেতা ছিলেন নবীজাদা। তালেবানরা ক্ষমতায় আসার পর অল্প যে কজন প্রাক্তন আইনপ্রণেতা কাবুলে থেকে যান নবীজাদা তাদের একজন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘মুরসাল নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে নবীজাদার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে জোর তদন্ত শুরু করেছে।’
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon