আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শনে আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ’অ্যাডমিরাল গোর্শকভ’ যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন। পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোখমল যুক্ত ছিলেন।
শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটতে সক্ষম অত্যাধুনিক “জিরকন” মিসাইল ব্যবস্থাসহ এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি দেশটির নাবিকেদের তাদের মাতৃভূমির সেবাদানে সফল করতে সাহায্য করবে এই আশা ব্যক্ত করেন পুতিন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon