আন্তর্জাতিক : আমেরিকার নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তার শহর হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল শহর এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি যে সমস্ত অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য আর জায়গা নেই।
ডেমোক্র্যাট দলের মেয়র গতকাল রোববার মেক্সিকো সীমান্তবর্তী এল পাসো শহরে নজিরবিহীনভাবে সফর করার সময় এ ঘোষণা দেন।
আমেরিকার যে সমস্ত সীমান্ত দিয়ে বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী আমেরিকার প্রবেশ করে এল পাসো হচ্ছে তার একটি।
মেয়র এরিক অ্যাডামস নিজে ডেমোক্রেটিক দলের হলেও তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকারের এই সঙ্কট সমাধানের বিষয়ে কাজ করার এটাই সবচেয়ে সেরা সময়।
টেক্সাস ও ফ্লোরিডা স্টেটের মতো রিপাবলিকান নিয়ন্ত্রিত কোনো কোনো অঙ্গরাজ্য থেকে বাসভর্তি করে অবৈধ অভিবাসীদের নিউ ইয়র্ক শহরে পাঠানো হয়। এতে নিউ ইয়র্ক শহরে গৃহহীন লোকদের জন্য আবাসনের সঙ্কট আরো তীব্র হয়ে দেখা দিয়েছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon