আন্তর্জাতিক : দুর্ঘটনা নয়, অন্তর্ঘাত! মঙ্গলবার প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকাজুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার ‘কারণ’ হিসেবে ‘অজ্ঞাত কোনো ব্যক্তির ইচ্ছাকৃত প্রচেষ্টা’কেই চিহ্নিত করেছে ওই দেশের বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর মাধ্যমে কার্যত স্বীকার করে নেয়া হলো যে সাইবার হানার কারণে ওই দিন থমকে গিয়েছিল কয়েক শ’ বিমানের যাত্রা।এফএএ-র তরফে জানানো হয়ে
কম্পিউটার নিয়ন্ত্রিত যে ব্যবস্থা পাইলটদের নিরাপত্তা সংক্রান্ত বার্তা পাঠায় ওই ফাইলকে কেউ করাপ্ট করে দিয়েছিল। ওই কারণেই থমকে যায় কয়েক শ’ ফ্লাইট। আমেরিকার প্রশাসন সূত্রে খবর, বিভ্রাটের জেরে ৪,৬০০টির বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান সে দিন দেরিতে চলছে। বাতিল করা হয় ৮০০টি বিমান।
বিমান পরিষেবায় প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পরই আমেরিকায় সাইবার হানা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, বিমান বিভ্রাটের পিছনে সাইবার হানা নেই। তবে ইতিমধ্যেই যাত্রী পরিবহণ দফতরকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon