যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারী দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছে এক বাংলাদেশী যুবক। টেক্সাসের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউর ২১০০ বøকে গত শনিবার ২৪ ডিসেম্বর ভোর রাতে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দুর্বৃত্তের এলোপাথারি গুলিতে নিহত হন বাংলাদেশী যুবক আসিফ ইমরান (২৬)। গত সোমবার বিলম্বে এ খবর নিশ্চিত করেছেন টেক্সাসের বাসিন্দা নিহত যুবকের খালু ফেরদৌস বারী।
জানা গেছে, শনিবার ভোর ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান। এর আগে একই এলাকা থেকে ভোর ২টা ৪০ মিনিটে স্থানীয় পুলিশ কর্মকর্তারা অন্য একটি ঘটনায় কল পেয়ে ঘটনাস্থলে পোঁছে এ হত্যাকান্ডটি দেখতে পান। আসিফকে কেন গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইরে থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
ইমরানের খালু ফেরদৌস জানান, আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। আসিফ ১১ বছর বয়সে তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon