সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার ওপর জোর দিয়ে বলেছেন, ভারতের প্রতি মার্কিন অবহেলা হচ্ছে দেশটির রাজনীতির প্রধান দুই দলের দীর্ঘদিনের ব্যর্থতারই পরিণাম।
সদ্য প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘নেভার গিভ অ্যান ইঞ্চ: ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’-এ তার এ পর্যবেক্ষণ উঠে এসেছে।
ভারতের প্রতি ইঙ্গিত করে পম্পেই তার বইতে লিখেছেন, ‘আমরা সহজাত মিত্র, কারণ আমাদের মধ্যে অভিন্ন গণতন্ত্রের ইতিহাস ও একটি সাধারণ ভাষার মিলের পাশাপাশি মানুষ এবং প্রযুক্তির বন্ধন রয়েছে। ভারত মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং পণ্যের বিশাল চাহিদা সম্পন্ন একটি বাজার। এসবের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় এর কৌশলগত অবস্থানের কারণে চীনের আগ্রাসন মোকাবেলায় ভারত হয়ে উঠেছে আমার কূটনীতির ভিত্তি।’
মাইক পম্পেও আরো লিখেছেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত একটি জোটের অর্থনৈতিক ওজন চীনের চেয়ে অন্তত তিনগুণ হবে। আমি ভারতকে যুক্তরাষ্ট্রের পরবর্তী বড় মিত্র করে তুলতে সাহায্য করার জন্য প্রচুর সময় এবং শ্রম বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলাম।’
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন মাইক পম্পেও ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইএ পরিচালক ছিলেন। তারপর ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এস জয়শঙ্করের প্রশংসা
বইতে পম্পেও আরো বলেন, ‘আমার দ্বিতীয় ভারতীয় প্রতিপক্ষ (সুষমা স্বরাজের পর) ছিলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর (সংক্ষেপে ‘জে’)। ২০১৯ সালের মে মাসে, আমরা ‘জে’কে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বাগত জানিয়েছিলাম। এর চেয়ে ভালো প্রতিপক্ষ পাওয়া যায় না। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি ইংরেজিসহ সাতটি ভাষায় কথা বলেন। এক হিসেবে আমার থেকেও ভালো।’
জয়শঙ্করকে মার্কিন এ সাবেক নেতা আখ্যা দেন ‘পেশাদার, যৌক্তিক এবং তার বস ও দেশের একজন কঠিন সমর্থক’ হিসেবে।
জয়শঙ্করের প্রশংসা করলেও পম্পেও তার পূর্বসূরী সুষমা স্বরাজ সম্পর্কে কিছুটা নেতিবাচক কথা লিখেছেন। তিনি লেখেন, ভারতের পররাষ্ট্র নীতি বিষয়ক দলে সুষমা স্বরাজের তেমন বড় ভূমিকা ছিল না। তার এ মন্তব্যের নিন্দা করে জয়শংকর বলেছেন, তিনি নিজে সুষমা স্বরাজকে খুবই সম্মান করতেন।
সাবেক শীর্ষ মার্কিন কূটনীতিক মাইক পম্পেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
সূত্র: এনডিটিভি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon