শত চেষ্টা করেও শেষ পর্যন্ত বিলিয়নায়ার ব্যবসায়ী-রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত এবং বিজনেস ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট গোপন রাখতে ব্যর্থ হলেন। কংগ্রেসের হাউজ ওয়েজ এন্ড মিন্্স কমিটি যখন আইআরএস এর কাছে ট্রাম্পের ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট চায়, তখন ট্রাম্প মামলা দায়ের করে ইনজাংশন চেয়ে। কিন্তু কংগ্রেসের পাল্টা মামলায় ট্রাম্পের নিয়োগকৃত বিচারপতিগণ ট্যাক্স রিটার্নের কপি দেয়ার পক্ষে রায় দেন। গত সপ্তাহে ওয়েজ এন্ড মিনস কমিটির ভোটাভুটি হলে এই ডকুমেন্ট প্রকাশ করার পক্ষে ভোট পড়ে। শুক্রবার সকালে যখন ট্যাক্স ফাইলিংএর রিডাকটেন্ড কপি উন্মুক্ত করে দেয়া হয়, তখন রাগে ক্ষোভে ফেটে পড়েন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ডেমোক্রেটদের এটা করা মোটেই ঠিক হয়নি, আর সুপ্রিম কোর্টেরর অনুমতি দেয়া ঠিক হয়নি।
উল্লেখ্য আমেরিকার সম্প্রতিকালের ইতিহাসে প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে এবং প্রেসিডেন্ট থাকাকালে আর্থিক বিষয়ে স্বচ্ছ থাকার জন্য প্রতি বছর তার এবং তার স্ত্রীর ট্যাক্স রিটার্ন উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন এর ব্যতিক্রম। তিনি তার ট্যাক্স রিটার্ন ও মেডিকেল রিপোর্ট প্রকাশ করতে পছন্দ করতেন না।
উন্মুক্ত ট্যাক্স রিটার্নের তথ্য অনুযায়ী ২০২০ সালে ট্রাম্প কোনো ট্যাক্স পে করেননি। বরং তিনি দেখিয়েছিলেন তার বিজনেস ১৫ মিলিয়ন ডলার লোকসান হয়েছিল। ফলে তিনি ৫ মিলিয়ন ডলার রিফান্ড পেয়েছিলেন। ঐ বছর ডোনাল্ড ট্রাম্প ১ পেনিও চ্যারিটি ডোনেশন দেননি। রিটার্নের তথ্য অনুযায়ী তিনি ২০১৭ সালে ১.৮ মিলিয়ন ডলার, ২০১৮ ও ২০১৯ সালে ৫ লক্ষ ডলার ডোনেশন দেন।
উক্ত ডকুমেন্ট অনুযায়ী, প্রেসিডেন্ট থাকাকালে তিনি তার ৪ লক্ষ ডলারের বেতন চ্যারিটিতে দান করে দেয়ার ঘোষণা দিলেও দান করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ডকুমেন্ট অনুযায়ী, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০২০ সালে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান দেখিয়েছেন। ২০১৬ সালে তিনি ইনকাম ট্যাক্স বাবদ কেবল ৭৫০ ডলার পে করেন আইআরএসকে। ২০১৯ সালে তার ট্যাক্স রিটার্নে দেখানো হয়েছে ট্রাম্প ও মেলানিয়া ১৬.৪ মিলিয়ন ডলার লোকসান গুনেছেন, কিন্তু ইনকাম দেখিয়েছেন ৪.৪ মিলিয়ন ডলারI
এর আগে নিউইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েক বছরের ট্যাক্স রিটার্নের কপি প্রকাশ করে। যাতে দেখা যায় শুধু লুকোচুরি, এবং নানা ধরনের চালাকি। এই উন্মুক্ত হওয়া ট্যাক্স রিটার্নেও দেখা গেছে আইনের ফাঁক-ফোকর গলিয়ে নানান চালাকির মধ্য দিয়ে তিনি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon