জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত গতকাল বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৩ সালের জন্য ওই পদে নির্বাচিত হয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, জাতিসংঘে কেনিয়ার রাষ্ট্রদূত বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্য ভাইস প্রেসিডেন্টরা হলেন- কোস্টারিকা, ইউক্রেন ও তুর্কিয়ের রাষ্ট্রদূত। এটি বাংলাদেশকে বোর্ডের অন্যান্য সদস্য এবং জাতিসংঘের এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং তাদের কাজের কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে সক্ষম করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের জন্য জাতিসংঘের সংস্থা এবং তাদের নির্বাহী বোর্ডের সঙ্গে একত্রে কাজ করার দৃঢ় অঙ্গীকারের ধারাবাহিকতায় বাংলাদেশ যে আস্থা ও আত্মবিশ্বাস অর্জন করেছে এই নির্বাচনের ফলাফলে তার বহিঃপ্রকাশ ঘটেছে।
উল্লেখ্য, রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিল্ডিং কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছর জাতিসংঘ নারীদের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon