যুক্তরাষ্ট্রে ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২২ সালের ট্যাক্স রিটার্ন এবং গ্রহণের শেষ দিন ১৮ এপ্রিল।প্যানডেমিক এর কারণে গত বছরগুলোতে ক্রেডিট এর অর্থ পেতে বিলম্ব হয়েছে।তবে এবার আশা করা যায় নির্ভুল ট্যাক্স রিটার্ন হলে যথাসময়ে অর্থ পাবে।
আইআরএস জানায়, গত বছর আগস্ট মাসে কংগ্রেসে ইনফ্লেশন রিডাকশন এ্যাক্ট পাশ হওয়ায়, সেই বিলেরকারণে আইআরএস ৫,০০০ নতুন সহায়তাকারী নিয়োগ দিয়েছে।সেই সাথে ট্যাক্সদাতাদের ইন-পারসন সহযোগিতার জন্যও লোকনিয়োগ করা হয়েছে।
আইআরএস ট্যাক্সদাতাদের অনুরোধ জানিয়েছে যাতে তারা এখন থেকেই সব ডকুমেন্ট প্রস্তুত করেন, যাতে সময় মত ট্যাক্স ফাইলিং করতে পারেন। ২৩ জানুয়ারি ট্যাক্স ফাইলিং শুরু হওয়ার সাথে সাথে যদি তারা ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাহলে সময় মত ট্যাক্স ক্রেডিটের অর্থ পাবেন। ভুল হলে রিফান্ড বা ট্যাক্স ক্রেডিট পেতে দেরি হবে।
আইআরএস ট্যাক্সদাতাদের ইলেকট্রিক্যালি ট্যাক্স ফাইলিং এর অনুরোধ জানিয়ে বলেন তাহলে রিফান্ডসহ ট্যাক্স ক্রেডিটের চেক সরাসরি তাদের একাউন্টে ডিপোজিট করা হবে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon