আজ সারাদেশে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে সিলেট নগরীর উপশহরের বাসিন্দা শামীম আহমদের মেয়ে ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব বশির আহমদ ও সালেহা বেগমের নাতনি রওনক নওশীন সাদিবা।
সে সিলেট শহরতলীর বটেশ্বরে অবস্থিত জালালাবাদ ক্যান্টেমেন্ট (ইংলিশ) স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বরাবরের মতো এবারের পাবলিক পরীক্ষায় সে জিপিএ-৫ পায়। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার গুংগাদিয়া গ্রামে। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। এজন্য সকলের কাছে সে দোয়াপ্রার্থী।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon