www.banglarkontho.net
  • ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

    তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত ও মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুতিরা

    ফাইল ছবি
    শেয়ার করুন

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি তেলবাহী জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরান সমর্থিত গ্রুপটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ভোরে তাঁর সর্বশেষ টেলিভিশন ভিডিও ভাষণে বলেছেন, ‘ব্রিটিশ তেলবাহী জাহাজ অ্যান্ড্রোমিডা স্টার’কে লোহিত সাগরে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। জাহাজটিতে সরাসরি আঘাত করা হয়েছে।

    মার্কিন সামরিক বাহিনীও নিশ্চিত করেছে, হুতিরা একাধিক লক্ষ্যবস্তুতে লোহিত সাগরে তিনটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এমভি অ্যান্ড্রোমিডা স্টারকে ক্ষতিগ্রস্ত করেছে।

    জাহাজটি সম্প্রতি সিশেলে নিবন্ধিত একটি কম্পানির কাছে বিক্রি করা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
    এ ছাড়া ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে একটি পোস্টে বলেছে, এমভি অ্যান্ড্রোমিডা স্টার সামান্য ক্ষতির কথা জানালেও তার যাত্রা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মেরিটাইম মিলিটারি কোয়ালিশন কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি।

    হুতি সামরিক মুখপাত্র আরো বলেছেন, ইয়েমেনে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সাদা গভর্নরেটের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

    এ সময় ড্রোনটি মিশন পরিচালনা করছিল।
    মার্কিন সামরিক বাহিনী ড্রোনটির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সম্প্রচারক সিবিএস নিউজ নিশ্চিত করেছে, একটি এমকিউ-৯ শুক্রবারের প্রথম দিকে ইয়েমেনের অভ্যন্তরে ‘বিধ্বস্ত’ হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। ড্রোনটির দাম প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে তারা।

    গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ড্রোনে হুতিদের গুলি করার তৃতীয় ঘটনা এটি। এর আগে নভেম্বরে ও ফেব্রুয়ারিতে তারা মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল।

    এদিকে ইয়েমেনি গোষ্ঠীটি তার নিকটবর্তী জলপথে জাহাজগুলোতে আরো আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, হুতিদের নিক্ষেপ করা জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো লাইবেরিয়াচালিত অ্যান্টিগুয়া/বার্বাডোস পতাকাবাহী জাহাজ এমভি মাইশাকেও লক্ষ্য করেছে। এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

    ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ইয়েমেনের আল-মুখা (মোখা) থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে দুটি আক্রমণ নিশ্চিত করেছে, যা এমভি অ্যান্ড্রোমিডা স্টার বলে মনে হচ্ছে। তারা বলেছে, প্রথম বিস্ফোরণটি জাহাজটির ‘কাছে’ ঘটেছিল এবং দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

    এ ছাড়া হুতি সামরিক বাহিনী শুক্রবার এডেন উপসাগরে ‘ইসরায়েলি জাহাজ এমএসসি ডারউইন’ লক্ষ্যবস্তু করার খবর দিয়ে বলেছে, তারা দক্ষিণ ইসরায়েলি বন্দর শহর ইলাতে লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

    হুতিরা বলেছে, ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করলে তারাও বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক রুটে হামলা বন্ধ করবে। হুতিদের হামলা বৈশ্বিক বাণিজ্যকে ব্যাহত করেছে এবং ইসরায়েলের ইলাত বন্দরে যান চলাচলকে প্রভাবিত করেছে। তারা প্রাথমিকভাবে বাব আল-মান্দেব প্রণালির মধ্য দিয়ে যাওয়া ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু ওয়াশিংটন ও লন্ডন ইয়েমেনে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোতেও তারা হামলা প্রসারিত করে।

    সূত্র : আলজাজিরা

    • সর্বশেষ

    নিউইয়র্কে ফেসবুকে বিজ্ঞাপন দেখে গাড়ি কিনতে গিয়ে দুবৃর্ত্তের কবলে

    মে ২০, ২০২৪ ২;৫১ অপরাহ্ণ

    পন্ডিত রামকানাই দাশ যুগে যুগে সঙ্গীতের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ….নিউইয়র্কে আলোচনা সভায় বক্তারা।

    ১১;৩০ পূর্বাহ্ণ

    পন্ডিত রামকানাই দাশ যুগে যুগে সঙ্গীতের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ….নিউইয়র্কে আলোচনা সভায় বক্তারা।

    ১১;০৯ পূর্বাহ্ণ

    রাইসি জীবিত না ফিরলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

    ১০;২৯ পূর্বাহ্ণ

    পঞ্চম দফায় আজ ভারতে ৪৯ আসনে ভোটগ্রহণ চলছে

    ১০;২৬ পূর্বাহ্ণ

    ইতালির ভিসা সেন্টারে বিক্ষোভ হট্টগোল

    ১০;২৩ পূর্বাহ্ণ

    ভোগান্তির নাম ভিএফএস গ্লোবাল

    ১০;১৯ পূর্বাহ্ণ

    শপথ নিলেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে

    ১০;১৫ পূর্বাহ্ণ

    সম্পূর্ণ পুড়ে গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার: রিপোর্ট

    ১০;১৩ পূর্বাহ্ণ

    রাইসি মারা গেলে বিশ্ব নিরাপদ, মার্কিন সিনেটরের এ কেমন মন্তব্য!

    ১০;১০ পূর্বাহ্ণ

    নিউইয়র্ক ইউনিভার্সিটি: যুদ্ধ বিরোধীদের প্রতিশোধ নিচ্ছে

    ২;০১ পূর্বাহ্ণ

    প্রেসিডেন্ট বাইডেনের দু’মুখো নীতি: ইসরাইলে যুদ্ধাস্ত্র আর গাজায় খাদ্য

    ১;৫৭ পূর্বাহ্ণ

    ৩০ ব্যাংকের এমডি নিউইয়র্কে আসছেন

    ১;৫৪ পূর্বাহ্ণ

    রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না

    ১;৫২ পূর্বাহ্ণ

    লোকসভা নির্বাচন: রাহুল, রাজনাথ স্মৃতির ভোটের পরীক্ষা আজ

    ১;৩৬ পূর্বাহ্ণ

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা নেই

    মে ১৯, ২০২৪ ৮;২৭ অপরাহ্ণ

    যুক্তরাজ্য, সৌদি, আমিরাতের চেয়ে বেশি স্বর্ণ মজুত রয়েছে যে দেশে

    ৮;২৩ অপরাহ্ণ

    যেসব শর্তে পদত্যাগের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

    ৮;২০ অপরাহ্ণ

    সোনার দাম ভরিতে বাড়ল ১০৮৪ টাকা

    ৮;১৮ অপরাহ্ণ

    ভোটের কাশ্মীরে সন্ত্রাসী হামলা, নিহত সাবেক বিজেপি নেতা

    ৬;৫৭ অপরাহ্ণ

    Copyright Banglar Kontho ©2024

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে