জ্যাকুলিনের পর এবার সুকেশের বিরুদ্ধে অজানা অনেক তথ্য দিলেন নোরা ফাতেহী। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সুকেশের বিরুদ্ধে জবানবান্দি এই অভিনেত্রী। আনন্দবাজার
তিনি বলেন, তার সঙ্গে প্রেম করার পরিবর্তে বিলাসবহুর গাড়ি-বাড়ি দেওয়ার কথা বলেছেন সুকেশ।
নোরা আরও বলেন, পিঙ্কি ইরানি তাকে বলেছিল সুকেশের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু প্রেমিকা হিসেবে নোরাকেই নাকি চান সুকেশ। এদিন আদালতে দেওয়া জবানবন্দিতে বিস্ফোরক তথ্য ফাঁস করেন নোরা। তার দাবি বলিউডে এমন অনেক নায়িকা আছেন, যারা সুকেশের সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন।
যদি সুকেশের সঙ্গে পরিচয়ই না থাকে, তবে কেন তার কাছ থেকে বিলাসবহুল গাড়ি উপহার নিয়েছিলেন? ইডির এমন প্রশ্নে নোরা বলেন, সুকেশ নন, পিঙ্কি ইরানি চেন্নাইয়ের এক অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে তাকে বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন। সুকেশ যে একজন ঠগবাজ এবং ২০০ কোটি টাকা জালিয়াতির মামলায় জড়িত তা ইডির গ্রেফতারের পরেই জানতে পেরেছিলেন তিনি।
এএ/এনএইচ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon