www.banglarkontho.net
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

    লোকসভা নির্বাচন: রাহুল, রাজনাথ স্মৃতির ভোটের পরীক্ষা আজ

    ফাইল ছবি
    শেয়ার করুন

    ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে আজ সোমবার ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোট হচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশের রাইবেরিলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে লখনউ থেকে লড়ছেন প্রতিরক্ষামন্ত্রী বিজেপি নেতা রাজনাথ সিং।

    এদিকে পশ্চিমবঙ্গের হুগলিতে দুই অভিনেত্রীর প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

    একজন হলেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি ‘দিদি নাম্বার ওয়ান’ টিভি অনুষ্ঠানের জন্য জনপ্রিয়। অপরজন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

    আজ ঝাড়খণ্ডের ১৪টি আসনের তিনটি, ওড়িশার ২১টির মধ্যে পাঁচটি, উত্তর প্রদেশের ৮০টি আসনের ১৪টি, বিহারের ৪০টি আসনের পাঁচটি, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩টি, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সাতটি, কেন্দ্রশাসিত লাদাখের একমাত্র আসন এবং জম্মু কাশ্মীরের পাঁচটি আসনের একটিতে ভোট হচ্ছে।

    ভোট হওয়া রাজ্যগুলোর মধ্যে মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে বিজেপির সরকার রয়েছে। মহারাষ্ট্র ও বিহারের জোট সরকারেও রয়েছে বিজেপি। ওড়িশায় ক্ষমতায় আছে বিজু জনতা দল (বিজেডি)।

    বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ না হলেও ক্রমেই এই জোটের দিকে ঝুঁকছে বিজেডি।
    ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং পশ্চিমবঙ্গ শাসন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দুটি দলই ইন্ডিয়া জোটের শরিক। অন্যদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে গত কয়েক বছর ধরে জম্মু কাশ্মীর এবং লাদাখ পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার।

    আজ ভোট হতে যাওয়া ৪৯টি আসনের মধ্যে ২০১৯ সালে ৩৯টিতে জয় পেয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

    কংগ্রেস ও এর শরিকরা পেয়েছিল মাত্র আটটি আসন।
    পঞ্চম ধাপের ভোটে বিজেপি ও বিরোধী দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাইবেরিলি আসনে সাবেক কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর ছেলে রাহুল গান্ধী। আরেক গুরুত্বপূর্ণ আসন আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানিকে টেক্কা দিতে চাইছে কংগ্রেস। ইরানির কাছে ২০১৯ সালে পরাজিত হওয়ার আগে তিনবার আসনটির এমপি ছিলেন রাহুল। তবে এবার কংগ্রেসের অনুগত কিশোরী লাল শর্মাকে এই আসনের টিকিট দিয়েছে দলটি।

    উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তাঁর প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির রবিদাস মেহরোত্রা। আরেক কেন্দ্রীয় মন্ত্রী পিযুশ গয়াল লড়ছেন মহারাষ্ট্রের মুম্বাই উত্তর লোকসভা আসন থেকে। তাঁর বিরুদ্ধে ভূষণ পাটিলকে প্রার্থী করেছে কংগ্রেস।

    এ ছাড়া জম্মু কাশ্মীরের বারামুল্লা আসনে লড়বেন সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ।

    এর আগে লোকসভা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে যথাক্রমে ৬৬.১, ৬৬.৭, ৬১ ও ৬৭.৩ শতাংশ ভোট পড়েছে। ২০১৯ সালের তুলনায় এবার ভোটের হার কম। চলতি লোকসভা নির্বাচনে ৩৬টি প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি আসনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ।

    প্রথম পাঁচ ধাপে লোকসভার ৪২৮ জন এমপির ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। এরই মধ্যে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, কেরালা, মেঘালয়, আসাম, মণিপুর, কর্ণাটক, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, রাজস্থান, সিকিম, ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি, দমন, দিউ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির সব আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

    আগামী ২৫ মে ষষ্ঠ ধাপ ও ১ জুন সর্বশেষ ধাপের ভোট হবে। আগামী ৪ জুন ফল প্রকাশ করা হবে। সূত্র : এনডিটিভি

    • সর্বশেষ

    বিক্ষোভে উত্তাল টাইমস স্কয়ার নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সমাবেশে যোগ দিলেন ক্ষুব্ধ প্রবাসীরা

    জুলাই ২৭, ২০২৪ ১০;৩০ পূর্বাহ্ণ

    নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বললেন কমলা হ্যারিস

    ১০;২৭ পূর্বাহ্ণ

    কমলা হ্যারিসকে সমর্থন দিলেন ওবামা ও মিশেল

    ১০;২২ পূর্বাহ্ণ

    কানাডায় অস্বাভাবিকভাবে বেড়েছে বাংলাদেশি আশ্রয়প্রার্থী

    ১০;১৩ পূর্বাহ্ণ

    ‘নিরাপত্তার স্বার্থে’ ডিবি হেফাজতে ৩ সমন্বয়ক

    ১০;১০ পূর্বাহ্ণ

    জনপ্রিয়তায় সমানে সমান ট্রাম্প-কমলা

    ৯;৫৫ পূর্বাহ্ণ

    জনপ্রিয়তায় সমানে সমান ট্রাম্প-কমলা

    ৯;৩৯ পূর্বাহ্ণ

    কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ৯;৩৬ পূর্বাহ্ণ

    প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : কাদের

    ৩;৫২ পূর্বাহ্ণ

    সরকার পতনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

    ৩;৪৮ পূর্বাহ্ণ

    অলিম্পিক শুরুর আগে প্যারিসে রেলে ‘নাশকতা’

    ৩;৪৬ পূর্বাহ্ণ

    হিটলার-নেতানিয়াহুর তুলনা, জাতিসংঘ বিশেষজ্ঞকে ইসরায়েলের তিরস্কার

    ২;০০ পূর্বাহ্ণ

    মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েল-সৌদি আরব চুক্তি সম্ভব?

    ১;৫৬ পূর্বাহ্ণ

    চিরুনি অভিযান, সাত দিনে দেশজুড়ে প্রায় ৬ হাজার গ্রেপ্তার

    ১;৪৫ পূর্বাহ্ণ

    আওয়ামী লীগের সমন্বয় সভা ভুয়া ভুয়া ধ্বনিতে স্থগিত

    জুলাই ২৬, ২০২৪ ১০;৪৯ অপরাহ্ণ

    জরুরি নন, কর্মী বাংলাদেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র

    ১০;৪৫ অপরাহ্ণ

    পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাবে ১৪৪ ধারা জারি

    ১০;৪২ অপরাহ্ণ

    কেউ যেন আইন ফাঁকি দিতে না পারে সেই ব্যবস্থা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

    ১০;১৮ অপরাহ্ণ

    ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    ১০;৩৪ অপরাহ্ণ

    অলিম্পিকের পূর্বে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলায় প্যারিসে বিপর্যয়

    ১০;৩৩ অপরাহ্ণ

    Copyright Banglar Kontho ©2024

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে