স্কটল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্কটল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লকারবি এলাকায় ৩৪ বছর আগে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ ধ্বংসকারী বোমা তৈরির অভিযোগে লিবিয়ান এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে।
দুই বছর আগে আবু আগিলা মাসুদ নামের ওই আসামির বিরুদ্ধে হত্যা মামলা করে যুক্তরাষ্ট্র। ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর বোমা বিস্ফোরণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে মোট ২৭০ জনের প্রাণহানি ঘটেছিল।
যুক্তরাজ্যের মাটিতে সংঘটিত হওয়া সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী কার্যকলাপ। নিউইয়র্ক থেকে লন্ডনে যাওয়ার পথে বিমানে থাকা যাত্রী ও ক্রুদের ২৫৯ জনই নিহত হন। এছাড়া বিমানটি বিস্ফোরিত হয়ে ভবনের ওপর পড়ে আরো ১১ জনের প্রাণ চলে যায়।
ওই ঘটনার পর থেকে দোষীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত ছিল। এরপর স্কটল্যান্ড রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত নভেম্বরে লিবিয়ার একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে ধরা পড়ে অভিযুক্ত। সে দেশেও তার বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ রয়েছে। পাঁচ বছর আগে তিনি বোমা তৈরির দায়ে লিবিয়ায় কারাগারে ছিলেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, মাসুদকে ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon