সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল নাকি লিওনেল মেসিকে নিজেদের করে পাওয়ার প্রস্তুতি সেরে রেখেছে। তারা আর্জেন্টাইন ফুটবলারকে বছরে ৩৫০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দিতে চায়।
বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন লিওনেল মেসি। আগামী গ্রীষ্মেই শেষ হবে তার চুক্তির মেয়াদ।
শোনা যাচ্ছে মেসি পিএসজির সাথে চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নয়। কেউ বলছেন তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চাইছেন। কেউ বলছেন, মেসি পরবর্তী গন্তব্য মার্কিন মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামি।
তার মাঝেই নতুন খবর সৌদি ক্লাব আল হিলালও নাকি মেসির জন্য মোটা অঙ্ক নিয়ে বসে আছে। যদিও এ বিষয়ে মেসি সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আর পিএসজি জানিয়েছে, মেসিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবে তারা।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon