রাশিয়া ও ইউক্রেনে বসবাসকারী অর্থোডক্স খ্রিস্টানরা আগামীকাল ৬ জানুয়ারি শুক্রবার ও পরদিন ৭ জানুয়ারি শনিবার ক্রিসমাস উদযাপন করে থাকেন। ক্রিসমাস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষকে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান রুশ অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল।
এরপরই রুশ প্রেসিডেন্ট পুতিন এক আদেশে যুদ্ধবিরতির নির্দেশ দেন। তিনি বলেন, পবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আহ্বান বিবেচনা করে, রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে আমি ৬ জানুয়ারি থেকে ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি চালুর ব্যবস্থার নির্দেশ দিচ্ছি।
ক্রেমলিন জানিয়েছে, ৬ জানুয়ারি থেকে অবশ্যই রুশ সেনাদের ৩৬ ঘণ্টা যেকোনো হামলা বন্ধ রাখতে হবে।
তবে, এমন যুদ্ধবিরতির ঘোষণাকে ফাঁদ হিসেবে মন্তব্য করে নিন্দা জানিয়েছে কিয়েভ সরকার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, এ ধরণের যুদ্ধবিরতির আহ্বান মস্কোর ‘ভন্ডামি’ ছাড়া কিছুই নয়।
পোডোলিয়াক বলেন, কেননা ইউক্রেন কোনো বিদেশি অঞ্চল বা স্থাপনায় হামলা চালাচ্ছে না এবং কোনো বেসামরিক লোককে হত্যা করছে না।
ইউক্রেন থেকে রুশ সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ দখলদারদের চলে যেতে হবে। তারপরই যুদ্ধবিরতির কথা আসবে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। এই প্রথম যুদ্ধবিরতির কথা বললেন পুতিন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon