জার্মানির পর প্রত্যাশা অনুযায়ী এবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৩১টি শক্তিশালী যুদ্ধ ট্যাংক পাঠাবে। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এসব ট্যাংক সহায়তা করবে বলে আশা করছে ইউক্রেন।
জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের আধুনিক ট্যাংক ইউক্রেনকে দেবে- এ খবর প্রকাশিত হওয়ার পর বুধবার জার্মানির সরকার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে তাদের লেপার্ড ২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেয়। এর আগে বিষয়টি নিয়ে জার্মানি আপত্তি করছিল।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে তাদের এম-১ অ্যাব্রামস ট্যাংক সরবরাহ করবে। এর আগে জার্মানি বলেছে, তারা ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে।
বার্লিন অন্যান্য ইউরোপীয় দেশগুলোর নিজস্ব মজুদ থেকে জার্মানির তৈরি করা এ ট্যাংক পাঠানোর পথও সুগম করেছে। তারা এ নিয়ে আর আপত্তি করবে না।
ইউক্রেন কয়েক মাস ধরেই ভারি সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে তদবির করে আসছে। তারা জার্মানি ও যুক্তরাষ্ট্রের দুই ঘোষণাকে বড় ঘটনা আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে। কিয়েভের আশা, এটি তার সামরিক বাহিনীকে গতি ফিরে পেতে এবং মস্কোর দখলকৃত অঞ্চল ফিরে পেতে সহায়তা করবে।
রাশিয়া পশ্চিমাদের এই পদক্ষেপের নিন্দা করে একে উসকানি হিসেবে অভিহিত করেছে। মস্কো বলেছে, পশ্চিমাদের সরবরাহ করা ট্যাংকও ধ্বংস করা হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, ‘এই ট্যাংকগুলো বাকি সবগুলোর মতোই জ্বলে। এগুলো খুবই দামি।’
বুধবার রাতে হোয়াইট হাউসে এই সিদ্ধান্ত ঘোষণা করার সময় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুতিন আশা করেছিলেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সংকল্প দুর্বল হয়ে পড়বে। তিনি শুরু থেকেই ভুল বুঝেছিলেন এবং সে ভুলের পথেই আছেন।
বাইডেন বলেন, ’আমরা ইউক্রেনকে যুদ্ধে এই ট্যাংকগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সরঞ্জামও দেব। এটি ইউক্রেনকে তার ভূখণ্ড রক্ষায় সহায়তা করার বিষয়। রাশিয়ার জন্য আক্রমণাত্মক হুমকি নয়।’
বাইডেন বলেন, একটি ইউক্রেনীয় ট্যাংক ব্যাটালিয়ন সাধারণত ৩১টি ট্যাংক নিয়ে গঠিত। এ কারণেই তারা এই সংখ্যক ট্যাংক দিতে সম্মত হয়েছেন।
বাইডেন প্রশাসন এর আগে আপত্তি জানিয়ে বলেছিল, ভারী এম ১ অ্যাব্রামস ট্যাংক সরবরাহ করা কঠিন হবে। কারণ এর রক্ষণাবেক্ষণ কঠিন, ব্যয়বহুল এবং বিশেষ প্রশিক্ষণ ছাড়া ইউক্রেনীয় সেনাদের চালানো চ্যালেঞ্জিং হবে।
সূত্র : বিবিসি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon