মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ার যে জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য আনা হয়েছিল, সেটিকে ভিড়তে না দেওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। এ অবস্থায় জাহাজটির পণ্য ভারতের কোনো বন্দরে খালাস করে পরে তা অন্য জাহাজে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। এ নিয়ে রাশিয়া ও ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার পতাকাবাহী জাহাজের (স্পার্টা ৩) রং ও নাম বদল করে ‘উরসা মেজর’ নাম দেওয়া হয়। ওই জাহাজে করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য পাঠায় রাশিয়া। জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে গত ১৪ নভেম্বর বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা গেছে, রাশিয়ার এই জাহাজ থেকে রূপপুর প্রকল্পের পণ্য বিকল্প উপায়ে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র, নৌপরিবহন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় রাশিয়া ও ভারতের সঙ্গে যোগাযোগ করছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্যবাহী মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন রুশ জাহাজের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon