বিনোদন ডেস্ক
নাম প্রকাশ সিংহ। তিনি কোনো তারকা নন। তবে তারকার দেহরক্ষী। অনুশকার বিয়ের আগে থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি। এখন অবশ্য বিরাটেরও নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করেন। তার বেতন শুনে চমকে না গিয়ে উপায় নেই।
ভারতীয় গণমাধ্যমেরে তথ্যমতে বলিউডের অভিনেত্রী অনুশকা শর্মার ব্যক্তিগত দেহরক্ষী এই প্রকাশের বেতন বহু সিইওকের বেতনও ছাড়িয়ে যাবে।
বলে রাখা ভালো প্রকাশ সিংহকে সবাই চেনেন সোনু নামে। বিরাট কোহলি এবং অনুশকার পরিচিত মহলের মানুষজন জানেন, সোনুকে পরিবারেরই একজন হিসেবে দেখেন বিরুশকা। এমনকি, সিনেমার সেটে থাকলেও তার জন্মদিন পালন করতে ভোলেন না অভিনেত্রী।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সোনুর বেতনের অঙ্ক। যা দেখে চমকে গিয়েছেন অনেকে। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই তথ্য। বিরুশকার ব্যক্তিগত দেহরক্ষীর বার্ষিক বেতনের অঙ্ক জানিয়েছেন তারা। রিপোর্টে বলা হয়েছে, আনুশকার ব্যক্তিগত দেহরক্ষী বছরে এক কোটি ২০ লাখ রুপি পান। অর্থাৎ প্রতি মাসে ১০ লাখ রুপি হাতে পান সোনু। বেতনের এই বহর শুনে অনেকেই জানিয়েছেন, বার্ষিক আয়ের অঙ্কে বহু বাণিজ্যিক সংস্থার সিইওকেও টেক্কা দিতে পারেন বিরুশকার দেহরক্ষী।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon