ভারতের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দেশটির সবচেয়ে যোগ্যতম ব্যাচেলরদের একজন মনে করা হয়। জীবনের ৫২ বছর পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি এই রাজনীতিকের। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছেন তিনি।
সম্প্রতি কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু ও কাশ্মীর পর্যন্ত ভারতজোড় যাত্রায় রাহুল গান্ধী প্রতিনিয়ত কোনও না কোনওভাবে আলোচনায় থেকেছেন। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, তিনি কী খেতে পছন্দ করেন আর কী করেন না, তাও জানিয়েছেন এই কংগ্রেস নেতা।
ভারতজোড় যাত্রায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কার্লিটেলস-এর সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সেই সময় রাহুল গান্ধীকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে খুব মজার উত্তর দেন তিনি। রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয় তিনি বিয়ে নিয়ে কিছু ভাবছেন কিনা? উত্তরে রাহুল গান্ধী বলেন, সঠিক মেয়ে পাওয়া গেলে তিনি বিয়ে করবেন। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কেমন ধরনের মেয়ে বিয়ে করবেন? এই বিষয়ে রাহুল বলেন, মেয়েটির মধ্যে ভালবাসা থাকতে হবে এবং বুদ্ধমতী হতে হবে।
মেয়েরা তার এই কথায় বার্তা পেয়ে গেল বলে সাক্ষাৎকারের সময় রাহুল গান্ধীকে কিছুটা উসকে দেওয়ার চেষ্টা করেন কার্লি টেলস। ওই সময় কংগ্রেসের নেতা বলেন, ‘ঠিক আছে। আপনি আমাকে এখন ঝামেলায় ফেলবেন।’
গত বছরের ডিসেম্বরে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছিলেন, তিনি জীবনসঙ্গীর মাঝে তার মা সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী ও তার দাদি ইন্দিরা গান্ধীর মতো গুণাবলী চান।
তিনি বলেছিলেন, ‘আমি একজন নারীকে পছন্দ করব… আমি কিছু মনে করি না… তার গুণাবলী আছে। কিন্তু আমার মায়ের এবং দাদীর গুণাবলির মাঝে একটি ভালো মিশ্রণ আছে।’ সাক্ষাৎকারের ভিডিও টুইটারে শেয়ারও করেছিলেন তিনি।
সেই সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধীকে ‘আমার জীবনের ভালোবাসা এবং দ্বিতীয় মা’ বলেও অভিহিত করেন রাহুল গান্ধী।
কংগ্রেসের এই নেতা গত ১২৯ দিন ধরে ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে দেশের ১২টি রাজ্য সফর করেছেন। পদযাত্রা করার পর বর্তমানে জম্মুতে রয়েছেন তিনি। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়া যাত্রা আগামী ৩০ জানুয়ারি কাশ্মিরের শ্রীনগরে শেষ হবে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon